বামনা প্রতিনিধি : মোঃআল-আমিন হোসেন : বামনা পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরগুনার বামনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপি বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন জাতের গবাদিপশু ও পশুসম্পদ প্রযুক্তির প্রদর্শনীসহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিবেক সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইতুল ইসলাম লিটু মৃর্ধা,স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল ডি ডি পি) বরগুনা,
উপস্থিত ছিলেন ,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ হাবিব, সমীর চন্দ্রশীল উপজেলা ঝুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজান সালাউদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার, রুবায়ারা খাতুন উপজেলা তথ্য অফিসারপ্রমুখ। খামারিদের পক্ষে ডেইরি ফার্ম সম্পর্কে অভিজ্ঞতার কথা জানান সততা ডেইরি ফার্ম এর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল ইসলাম। মেলায় ৩১ টি স্টলে উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা তাঁদের গবাদিপশু প্রদর্শন করে থাকেন।