জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি,
বানারীপাড়ায় বিশেষ কম্বিং অপারেশনে মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ৫ মন জাটকা ও ৩ টি অবৈধ বেহুন্দী জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। বরিশালের বানারীপাড়ায় চলমান প্রথম থেকে চতুর্থ ধাপের এ অপারেশন বেশ সফল মৎস্য কর্মকর্তা। তার দিক নির্দেশনায় অবৈধ বেহুন্দী জাল শেষের পথে। এতে বেঁচে যাবে কোটি কোটি ইলিশের পোনা (জাটকা)। তবে এই ইলিশ পোনা অনেকেই চাপিলা কিংবা গুড়া মাছ হিসেবে চেনে। প্রকৃতপক্ষে এ সব ই জাটকা। জাটকা রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে অবৈধ জাল কমেছে ৮৫ শতাংশ। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একের পর এক অবৈধ জেলেদের জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধংস করা হচ্ছে। অবৈধ জাল শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য বিভিন্ন মোবাইল কোর্ট, কম্বিং অপারেশন চলছে। অভিযান শেষে গ্রেফতারকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেল হাজতে প্রেরন করা হয় এবং জদ্ব মাছ বিভিন্ন এতিম খানা ও আবাসন সহ গড়িব মানুষের মাঝে বিতরন করা হয়।