মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলায় দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিল শেড প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পুনাকের জেলা সভানেত্রী তাসমিয়া জ্যাবীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর ট্রাফিক শাখার ইনচার্জ (টি,আই) হারুন আল মাসুদ সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান পুনাকের সদস্যরা।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024