

শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নে দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী মো, আনিছুর রহমান হাবিবুউল্লাহ।
আজ ২৭ সেপ্টেম্বর
আলোচনা শীর্ষে রয়েছেন মো, আনিছুর রহমান হাবিবুউল্লাহ তিনি সাংবাদিকদের বলেন, আমি দল ও জনগনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নির্বাচন অংশ নিয়েছি। সুষ্ঠ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী হলে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
পরিবর্তনের অঙ্গীকারে, তারুণ্যের শক্তি ১২ নং মৌতলা ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবার এগিয়ে এসেছেন সেই সৎ সাহস আর তারুণ্যের প্রতীক।
তিনি আর কেউ নন, তিনি হলেন
মো, আনিছুর রহমান হাবিবুউল্লাহ।
তিনি সততা ও সেবার আদর্শকে বুকে ধারণ করেন।
মৌতলা ইউনিয়নের মানুষ দখেছে সেই সৎ ও পরিচ্ছন্ন ক্লিন ইমেজের ব্যক্তি।
যার রয়েছে নেতৃত্ব ও মানুষের জন্য কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা।
তিনি জনগণের পাশে থেকেছেন সবসময়।
এবার তিনি ১২ নং মৌতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।
মৌতলা ইউনিয়ন কে আধুনিক উন্নত ও সমৃদ্ধ করতে তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়
একজনী তিনি হলেন মো, আনিছুর রহমান হাবিবুউল্লাহ।
সেই পরিবর্তনের কারিগর সাধারণ মানুষ একটায় অঙ্গীকার
আসুন আমরা সকলে মিলে তার হাতকে শক্তিশালী করি।
আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন একান্ত কামনা করেছেন তিনি।