কালিগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও শিমু রেজা এমপি কলেজে নানা আয়োজনে নববর্ষ উৎযাপন


শেখ মারুফ হোসেন কালীগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও শিমু রেজা এমপি কলেজে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩২ উৎযাপন উপলক্ষে নিজ উদ্যোগে নানা ধরনের আয়োজন করে। (১৪ এপ্রিল) সোমবার সকাল থেকে শিশু,কিশোর-কিশোরী ও নারীরা বাহারি পোশাকে সজ্জিত হয়ে নবর্বষ উৎযাপন করে। পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম বর্ণাঢ্য উৎসব। এটি জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি নির্বিশেষে সবাই একসঙ্গে মিলেমিশে এই উৎসব উদযাপন করে, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটায়। একই সাথে সকালে জাতীয় পতাকা সকালের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে। পরবর্তীতে পান্তাভাত, লবন,কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছ, তালের ঘুর, খাবারে ভিন্নতার আনন্দ দেখা গেছে। পান্তাভোজন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমান, ও অত্র বিদায়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল হোসেন পলাশ, কাজী ফজুল রহমান, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য কাজী আবু সাঈদ, যুগ্ন আহবায়ক মীর শাহাদাত হোসেন , যুব দলের সদস্য সচিব শেখ তুহিনুর রহমান, সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলম সৈনিক শেখ মারুফ হোসেন, কামরুজ্জামান, মাসুদ আহমেদ লাল প্রমূখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে,সিনিয়র শিক্ষক আনারুল, এডহক কমিটির সদস্য শিক্ষক সাজেদুল হক, সহকারী শিক্ষক একরামুল হোসেন, সিনিয়র শিক্ষক বাবলু কুমার সেন, সিনিয়র শিক্ষক মোঃ হারুনর রশীদ, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র শিক্ষক ইমদাদুল হক,শিক্ষক তহিদুর রহমান , অন্য দিকে শিমু রেজা এমপি কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বাবু জয়ন্ত সুকুমার ঘোষ এর সভাপতিত্বে ও প্রভাষক অভিষেক কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সম্মানিত সভাপতি শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মানুষ গড়ার কারিগর শিক্ষক আনারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী রাব্বি হোসেন, ইপিআই টেকনোলজিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান, প্রভাষক মো, সাইফুল ইসলাম, মৌতালী ইউনিয়ন শ্রমিক দলের মজিদ হোসেন , সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ফারুক, আসাফুর, রফিক, সামিম, সুমন, এই ছাড়া রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।