মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি), বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া ইউনিয়নের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তেঁতুল বাড়িয়া ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, তেঁতুল বাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আবু শামা। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তহসিন আলী, মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কমরেড আব্দুস সাত্তার, গাংনী পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম, তেঁতুল বাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারেফ হোসেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি প্রফেসর রিয়াজ, গাংনী পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু, সাবেক ছাত্রনেতা মজনু, হিন্দা ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম, তেঁতুল বাড়িয়া ইউপির ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেশমা খাতুন, ১ নং ওয়ার্ড সদস্য নাজমুল হক খোকনসহ কৃষকলীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়পুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জিনারুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতির পদে ৩ জন প্রার্থী থাকায় কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী ২২ তারিখ নির্বাচিত করা হবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন।