মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডের মোজারমিল ডালাস সিটি নামক এলাকায় ক্রয়কৃত নিজ জমি দখলমুক্ত করতে মানববন্ধন কর্মসূচি করেছে এক ভুক্তভোগী পরিবার।
কাগজ আছে, দখল নাই। মামলার রায় ডিগ্রী পেয়েও পাচ্ছেনা জমির দখল। প্রতিকার পাবে কোথায়। নালিশেরও যায়গা নাই। সালিশ করারও মানুষ নাই। যারা আছে তাদেরও ভিত্তি নাই। এমনকি মালিকানা প্রমাণে সঠিক কাগজ পত্রেরও যেন কোনো মূল্য নেই। প্রাধান্য পাচ্ছে ‘জোর যার মুলুক তার’।
ভূমিদস্যুদের কাছে পরাস্থ হচ্ছেন অসহায় দরিদ্র রাশিদা আক্তার এর মত অনেক অসহায় পরিবার । অনেকের সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও বেদখল হচ্ছে বসতভিটা। ফলে দ্রুতগতিতে বাড়ছে ভূমি-অপরাধ। ঘটছে খুন-খারাবি। ফলশ্রুতিতে বিচারাঙ্গনে বাড়ছে মামলার স্তূপ। আর অতিরিক্ত মামলা উদ্বিগ্ন করে তুলেছে সরকারকেও।
প্রকৃতপক্ষে জমি জবর দখলের সরাসরি কোনো শাস্তি বিধান দন্ডবিধিতে নেই। নেই ভূমির প্রকৃত মালিকের প্রাথমিক নালিশ করার জায়গা।
মানববন্ধন করে এমনটাই বললেন মোছাঃ রাশিদা আক্তার, স্বামী মোঃ শাহ জালাল, সং বলীঘর, থানা মুরাদনগর,জেলা কুমিল্লা, রাশিদা আক্তার বলেন আমি বিগত ২০১৬ সালে ডালাস সিটির ২৮ নং পল্টটি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলাম।
হঠাৎ গত ২৪/০১ /২০১৯ ইংরেজি তারিখে রাতের আধারে স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে হামিদ দেওয়ান গং সহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী আমার ভোগ দখল কৃত পল্টটি দখল করে নেয়।
বিষয়টি আমি জানতে পেরে পরের দিন ২৫/০১/২০১৯ ইংরেজি তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় পল্টটির কাছে এলে হামিদ দেওয়ান গং এর ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র দা বটি লাঠি চাপাতি কোদাল ইত্যাদি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে ও প্রাণ নাশোকের হুমকি প্রদান করে।
আমকে এলাকা থেকে তাড়িয়ে দেয় পরবর্তীতে আমি উপরোক্ত বিষয়ে আইনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি এবং মামলা-মোকদ্দমা করি এবং মামলায় রায়ও আমার পক্ষেই হয়।
এরপর উক্ত রায়ের কপি নিয়ে পূনরায় প্লটের কাছে এলে হামিদ দেওয়ান গংয়ের পালিত সন্ত্রাসী বাহিনীর লোকজন আবারও আমাকে ভয়-ভীতি প্রদান করে ও বলে যে বাঁচতে চাইলে আমাদের মোটা অংকের টাকা দিতে হবে।
ভূমিদস্যু হামিদের এসব আচরণ দেখে আমার পিতা তাতখানিক হার্ড স্টক করে মৃত্যুবরণ করেন। আমি স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের নিকট সাহায্য প্রার্থনা করলে কেউ আমাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়।
আমি কোন উপায়ন্তর না পেয়ে এখান থেকে চলে যাই গ্রামের বাড়িতে পরবর্তীতে আমি স্থানীয় কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি বরাবর বিষয়টি জানালে তিনি আমাকে ন্যায় বিচার পাবার আশ্বাস প্রদান করেন।
এমত অবস্থায় আমি এলাকাবাসীর সঙ্গে নিয়ে একটি মানববন্ধন করি সেখানে অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত হয় মিডিয়াকর্মীদের কাছে আমার বিষয়টি অবগত করি যে,আপনাদের মাধ্যমে আমার কষ্টার্জিত অর্থে ক্রয় কৃত প্লটটি যেন ফিরে পেতে পারি।
এজন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমার এই প্লটটি যেন ফিরে পেতে পারি এই প্রার্থনা করি।