মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হােগলবাড়িয়া গ্রামে কৃষক সাদেক আলী হত্যা মামলার প্রধান আসামী খাইরুল ইসলামকে শনিবার আটক করেছে কুষ্টিয়া থানা পুলিশের একটিদল। খাইরুলকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পরে আটককৃত খাইরুলকে পুলিশ প্রহরায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খাইরুল হােগলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংনী থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর থানার একটিদল আসামী খাইরুলকে আটক করে। জানা যায়, বেশ কয়েক বিঘা খাস জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের সাদেক আলী ও মতিয়ার রহমানের মধ্যে দীর্ঘ বছর বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা বিচারাধী। শুক্রবার সকালে বিরােধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে যান সাদেক আলীসহ তার লােকজন। এসময় একই গ্রামের মতিয়ার রহমান ও তার নিকট আত্মীয় খাইরুল লোকজন নিয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করেন। হামলায় ঘটনাস্থলেই নিহত হন সাদেক আলী। আহত হয় তার ছেলে রিমুসহ ৫ জন। শুক্রবার দুপুরে গাংনী থানা পুলিশ নিহত সাদেক আলী লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় তার পরিবারের কাছে হস্তান্তর করে।এবং আহতদের শুক্রবার সকালেই স্থানীয় লােকজন উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৭জনকে আসামী করে শনিবার গাংনী থানায় একটি হত্যা মামলা করেন নিহত সাদেক আলীর ভাই আবুল কাশেম। মামলা নং- ১৪, তাং- ১৯/০২/২২ ইং।