স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ। বাজুয়া বদ্ধভুমি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এলক্ষে বাজুয়া ইউনিয়ন পরিষদ, লাউডোব ইউনিয়ন পরিষদ, বাজুয়া ইউনিয় উচ্চবিদ্যালয়, ন্যাশন্যাল প্রেস সোসাইটির গনমাধ্যম কর্মি ও কনফিডেন্স দারিদ্র বিমোচন কল্যান সংস্হা যৌথ ভাবে একটি র্যালী স্বস্ব স্হান থেকে বাজুয় বদ্ধভুমির শহীদ মিনারে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়। ফুল দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাজুয়া ইউনিয়ন পরিষদের পক্ষে বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস রায়,লাউডোব ইউনিয়ন পরিষদের পক্ষে লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ,সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দে। ,ন্যাশন্যাল প্রেস সোসাইটি মানবাধিকার সংস্হার পক্ষে জেলা কর্ডিনেটর মিজানুর রহমান দাকোপ রিপোটার্স ক্লাবের সাধার সম্পাদক পাপ্পু সাহা, কনফিডেস্ন দারিদ্র বিমোচন সংস্হার পক্ষে উপজেলা সভাপতি শান্ত রায় সহ সকল স্কুল কলেজের শির্ক্ষাথী ও শিক্ষক বৃন্দ। আজ সরকারি ছুটির দিন। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। একই সঙ্গে সর্বত্র ওড়ানো হবে শোকের কালো পতাকা। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে এ দিবসটি পালিত হচ্ছে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 4, 2024