মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে টিকিয়ে রাখতে হবে ভালুকায় বইমেলায় বল্লেন প্রতিমন্ত্রী শরীফ আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ মেধাবী সমাজ গড়তে হলে বই পড়ার কোন বিকল্প নেই,তাই আমাদেরকে বেশী বেশী বই পড়তে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে একটি উন্নত বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।তাই আগামী বাংলাদেশকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে হলে, মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে টিকিয়ে রাখতে হলে, আসছে জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।গতকাল ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম. এ. মতিন বইমেলায় অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় এসব কথা বলেন। ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম.এ.মতিন স্মৃতি পরিষদের আয়োজনে ২১ফেব্রুয়ারী রোববার বিকেল ৩টায় ভালুকা উপজেলা পরিষদ চত্বর মাঠে ৮ দিনের এ মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়। আট দিনের এ বইমেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন আলোচনা শেয়ে দ্বিতীয় পর্বে থাকেবে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশানায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রথমদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। মেলায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড.এ.বি.এম নূরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তি রকেট,ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী,তাতীঁ লীগ সভাপতি কামরুজ্জামান।অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তফা এম এ মতিন স্মৃতি পরিষদ সদস্য সচিব আব্দুল ওয়াদুদ ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কে.বি.এম.আসাদুজ্জামান ছানা।