মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামে ২৬ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে আগুনে একটি বাড়ির ৩টি টিনের বসতঘর, ২টি গরু, ৫টি ছাগল, ১৩টি মুরগী, ধান-চাল, ঘরের মালামাল ও নগদ টাকা পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গ্রামের আশরাফুল ইসলামের গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে পঞ্চগড় জেলার বোদা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত আশরাফুল জানান, তিনি কৃষিকাজ করে খান। তার নিজের ঘর ও গবাদিপশু সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আশরাফুল ইসলামকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024