মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। ০১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন আল-বশিরুল ইসলাম। তিনি আগে সম্পত্তি কর্মকর্তা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা-২ তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার অফিসে পদায়ন করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার অফিস সংস্থাপন শাখা থেকে তাঁকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। তাঁকে স্বাগত জানান জৈন্তাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী, বাহারুল আলম বাহার, মোঃ সুলতান করিম, ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্রী যাদব বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024