মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :: সাতক্ষীরায় ভরা বসন্তে শিলাবৃষ্টিতে মৌসুমে ফসলের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আজ রবিবার বিকাল ৫ টার দিকে কালো মেঘে অন্ধকার হয়ে বজ্রসহ ঝড় হাওয়ার সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যা স্থায়ী হয় কোথাও কোথাও ৩০ মিনিটের বেশি। এতে শীতকালীন সবজ্বি সহ আমের মুকুলের ব্যাপকতর ক্ষতি হয়েছে বলে জানা গেছে।বিশেষ করে সাতক্ষীরার আম বাগানের মালিকরা মকুল ঝরে যাওয়া ফলন নিয়ে শংকিত। এ ছাঁড়া শিলাবৃষ্টির পরিমান এতই বেশি ছিল যে,বরফের মত আস্থরণ পড়ে গেছে। এতে চলতি বোরো আবাদের ক্ষেতে ধানের চারা নুয়ে পড়েছে।