ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি) নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল একদল ডাকাত।এই সময় তারা একটি বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে দুই ডাকাতকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এলাকাবসী। এসময় এলাকাবাসীর গণপিটুনি তারা আহত হয় । উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুল্লাহদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। সোনারগাঁ থানার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024
September 14, 2024