

আরিফুজ্জামান চাকলাদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কোতয়ালী থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল(পিপিএম)। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দিন ব্যাপি কোতয়ালী, বোয়ালমারী থানা পুজা মন্ডপ পরিদর্শন শেষে রাতে আলফাডাঙ্গা পৌরসভাধীন শ্রী শ্রী হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস সহ পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় পুলিশ সুপার পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো জেলায় এবার ৭৫৯টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন হলেও বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামের শ্রী শ্রী হরি মন্দির। সেখানে নির্মাণ করা হয়েছে পৌরাণিক কাহিনি অবলম্বনে একান্ন সতীপীঠের প্রতীকী রূপ। একসঙ্গে ১৫১টি প্রতিমা স্থাপন করে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক শিল্পকর্ম। জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, ফরিদপুর সদর উপজেলায় ১৯৮টি,মধুখালীতে ১৫৭টি, বোয়ালমারীতে ১২২টি এবং আলফাডাঙ্গায় ৪৩টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোন গুজব যেন না ছডায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে’। এসময় তিন উপজেলায় আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মো.আসাদউজ্জামানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি, জামায়াত,এনসিপি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ।