বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ জন কৃষক


বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ জন কৃষক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- সোমবার (২১শে এপ্রিল) সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর কৃষি অফিসারের কার্যালয় থেকে পারিবারিক পুষ্টি বাগদানের জন্য কৃষি উপকরণ সমূহ ৩৬ জন কৃষকের মাঝে জৈব সার ২৫ কেজি, ফলের চারা ৬ টি, নেট সহ ৩ মৌসুমের ২২ প্রকারের সবজী বীজ বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু দাউদ সহ স্থানীয় আগত কৃষকগণ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) কমল কৃষ্ণ রায় বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হবেন কৃষকেরা।