স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুচরা পর্যায়ে সব ধরনের সয়াবিন তেলের দাম কমেছে। লিটারে এই ভোজ্যতেলের দাম ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটারের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা করা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা করা হয়েছে।রবিবার (২০ মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল সোমবার (২১ সার্চ) থেকে মিলগেটে এই দাম কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন লাগতে পারে। আসছে ঈদুল ফিতর পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে পাম তেলের দাম নির্ধারণে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, এজন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় চেয়েছে। আগামী ২২ মার্চ তাদের সঙ্গে বসে এর দাম নির্ধারণ করব আমরা। এসময়ে তা কীভাবে নির্ধারণ করা যায়, সেটা নিয়ে আলোচনা হবে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।