স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
অবিলম্বে বৈষম্য বিলোপ আইন পাসের দাবী নিয়ে সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআরএম) আন্দোলন কমিটি ।
আজ ২১ মার্চ সোমবার সকাল ১০ টারদিকে দাকোপের বাজুয়া চড়ার বাধ সংলগ্ন এলাকায় দলিতের দাকোপ উপজেলা শাখার সভাপতি যুগোল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন দলিতের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রী।
এসময় তিনি বলেন দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য চাই বৈষম্য আইন, আমাদের সন্তানরা কোন ভালো স্কুলে লেখাপড়া করতে পারেনা।আমাদের কোন চাকরী দেয়না,জাতপাত ভেদাভেদ আমাদের সামাজিক ন্যায় বিচার প্রাপ্তির প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটায়।আমরা আমাদের নায্য ও মৌলিক অধিকার চাই।
উক্ত সমাবেশে বক্তব্য করেন লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন কুমার রায়,প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,সহ অন্যরা।