হেলাল হোসেন কবির :
বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য আসাদুল আশিকিন রতন, জাতীয় পার্টি হারাটি ইউনিয়ন শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু প্রমুখ।
এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিন আছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম না কমালে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।