তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (র.) এর পবিত্র ওরস মোবারক ও রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে পবিত্র গঙ্গাস্নান ও বারুণী মেলা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন করার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা বঙ্গবন্ধু অডিটোরিয়ামে উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশন ভূমি মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ আবদুল লতিফ তরফদার, সদর চেয়ারম্যান জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রেসক্লাব ও শাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,তাহিরপুর উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আহসানুজ্জামান শোভন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, ওশাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি ও শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন।
সভায় অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।তিনি বলেন যোগ যোগ দরে আমাদের দুই আদ্ব্যাতিকের এই পুন্যস্থানে দেশের বিভিন্ন প্রান্ত হতে লোকজন ছুটে আসেন, দীর্ঘদিন করোনা মহামারীর পর আবারো এই দুই সাধকের ভক্তবৃন্দরা মিলন মেলায় মিলিত হবে সকলের নিরাপত্রার জন্য যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব।