মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
আসন্ন রমজান উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় নীলফামারী’র ডোমার উপজেলাধীন হরিনচড়া ইউনিয়নে টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯শে মার্চ) সকার ১১ টায় হরিনচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, তদন্ত অফিসার সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মানিক,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে’র সদস্য প্রতিমা রানী, নুর জাহান,রেনুকা রানী রায়,ইউপি সদস্য তরিকুল ইসলাম, আজিজুল ইসলাম, মাহবুব আলম, আনারুল ইসলাম, লুৎফর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল করিম,নরেশ চন্দ্র, বনমালী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পণ্য বিতরণে সময় দীর্ঘ সারিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যম আয়ের মানুষদের ও লাইনে দাড়িয়ে খাদ্য ক্রয় করতে দেখা গেছে।