মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ঘুম থেকে উঠে রাস্তায় ব্রাশ করতে বের হলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-উ-১১-২১৬৭) এসে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহা-দারা-খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের পুরাতন দরবেশপুর এলাকার একই স্থানে গত বৃহস্পতিবার(২৪মার্চ) সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কা দিয়ে ড্রাইভার ও হেলপার সহ ২জন নিহত হন।।