দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ
দামুড়হুদায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকনাথপুর – রুদ্রনগর সড়কের উপর থেকে তিন কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন দামুড়হুদা মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মারজান আল মোনায়েম সংগীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামস্থ লোকনাথপুর টু রুদ্রনগরগামী পাকা সড়কের তিন রাস্তার মোড় নামক স্থান থেকে গতকাল সকাল ১০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী হাউলি ইউনিয়নের ডুগডুগি কাউন্সিলপাড়া গ্রামের মৃত. আহাদ আলী’ র ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও উপজেলার পারকৃষ্টপুর- মদনা ইউনিয়নের ছয়ঘড়ি দক্ষিণপাড়া গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল ওদুদ (৪০) কে তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করত: আসামীদেরকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।