সারাদেশে

মিথ্যা মামলাবাজ জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হেলাল হোসেন কবির : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্ণপুর সরকারটারী এলাকার নিরীহ মানুষের উপর নির্মমভাবে অত্যাচার মিথ্যা মামলাবাজ, প্রতারক, আওয়ামী লীগের পাতি নেতা জাহাঙ্গীর আলম-এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজ বাদ মোগলহাট ইউনিয়নের কর্ণপুরস্থ সরকারটারী জামে মসজিদের সড়কে লালমনিরহাট সদরের মোগলহাট এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু, মোগলহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জোনাব আলী প্রমুখ। এ সময় মোগলহাট ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের কর্ণপুর, সরকারটারী, চওড়াটারী, মন্ডলটারী, গাড়িয়ালটারী, পূর্ব ব্যাপারীটারী, খানাটারী, মাঝাটারী, কাটানদিঘী এলাকার হাজারও নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত লোকজন মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *