Uncategorized

রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার আমির মাওলানা শামসুদ্দীন, সেক্রেটারি মাওলানা রাজিকুল ইসলাম, সদস্য ,মাওলানা অলিউল্লাহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদীদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার করতে হবে। এছাড়াও ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ওয়াকফ আইন বাতিল, ফিলিস্তিন দখলদার মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণের দাবি জানান, এসময় উপজেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মী সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *