এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
করোনার ধাক্কা কাটিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় আরো উৎসাহিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার শ্যামপুর আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঞ্জাবী ও বোরকা বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের সহকারি অধ্যক্ষ, আব্দুল আহাদ ও সিনিয়র শিক্ষক (আইসিটি) মাহমুদুল হাসানের প্রচেষ্ঠায় শিয়ালকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি মো. আব্দুল মান্নান সেখ এবং লাভলু-বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের আর্থিক সহযোগীতায় এই পোষাক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে বিনামুল্যে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সভাপতি ও সমাজ সেবক মো. আব্দুল মান্নান সেখ। বিশেষ অতিথি ছিলেন লাভলু-বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যব¯’াপনা পরিচালক তোফাজ্জল হোসেন বাবুল। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল লতিফ সেখ। এসময় ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আব্দুল লতিফ সহযোগীতা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মনে পড়ালেখার প্রতি আবেগ সৃষ্টি করবে। নতুন পোষাক আগামী ঈদ-উল-ফিতরে পরিবারেরজন্যও সহযোগীতায় ভূমিকা রাখবে। এই ধারা অব্যহত রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
শিক্ষার্থীদের জন্য এই সহযোগীতা অতি সামান্য হলেও তাদের মনে আনন্দের সঞ্চার হবে। যা তাদের পড়ালেখায় উ”ছসিত করবে। ভবিষ্যতে সহযোগীতার ঘোষণা দেন বিশেষ অতিথি তোফাজ্জল হোসেন বাবুল।
প্রধান অতিথি মো. আব্দুল মান্নান সেখ বলেন, নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন আনন্দের সাথে পড়ালেখা চালিয়ে যায় এবং আরো ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখে তার জন্য সব চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের আরো বেশী দায়িত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
রমজানের শুরুতেই নতুন পাঞ্জাবী ও বোরকা পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভী শিক্ষক শরিফুল ইসলাম।