লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে (৩১-মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০১নং ধর্মঘর ইউ/পির অর্ন্তগত মেহেরগাঁও সাকিনস্থ জনৈক জালাল মিয়ার বাড়ীর সামনে ধর্মঘর টু নিজনগর পাকা রাস্তার উপর মাদক কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সবুজ সর্দার(২৫) পিতা-মোঃ আক্কাছ সর্দার, মাতা- সখিনা বেগম স্থায়ী: গ্রামঃ তালতলী (বি.কে বাড়ী) থানা- জয়দেবপুর জেলা -গাজীপুর।
গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৪কেজি গাঁজা মূল্য অনুমান ৪০,০০০/- টাকা উদ্ধার করেন এবং ০১/০৪/২০২২ খ্রিঃ সকাল ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার হরষপুর (তেলিযাপাড়া) পুলিশ ফাড়ির এএসআই (নিঃ)/ মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের ০৯নং লাইনের টেনসির মূলেপুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের
উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১.মোঃ খোকন মিয়া(৩৫) পিতা-মৃত ইদ্রিছ আলী মাতা-মোছাঃ নুরভানু স্থায়ী: গ্রাম-ভোলা কান্দাইল থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ ২.ফখরুল ইসলাম (৪০) পিতা-মৃত আব্দুল করিম মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, স্থায়ী: গ্রাম-আলীনগর থানা ও সিলেট ৩. মোঃ রোমান মিয়া (২৪) পিতা-আমির আলী, মাতা-কুলসুমা খাতুন স্থায়ী: গ্রাম- চারগাঁও উপজেলা/থানা- বাহুবল জেলা হবিগঞ্জ, সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান।
গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ৮০ বোতল ফেন্সিডিল, ওজন-০৮লিটার মূল্য অনুমান ৮০,০০০/-টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি মূল্য অনুমান ৩,০০,০০০/টাকা উদ্ধার করেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।