স্টাফ রিপোর্টারঃ
তেতুলিয়া শিশুস্বর্গ ফাউন্ডেশন এর মাধ্যমে পরিচালিত রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনে আজ প্রয়াত রওশন আরার সত্তর তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল এগোরাটায় স্কুল প্রাঙ্গণে সকল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।
দুপুরে সকল শিক্ষার্থী পাশ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থী এবং আশেপাশের মানুষদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। এই রত্নগর্বা রওশন আরা বড় সন্তান জনাব রাশেদ মুজিব নোমান যিনি হিউম্যানিটি ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অগমেডিগ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি হিউম্যানিটি ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং বেকারদের কর্মসংস্থান নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তেমনি তেতুলিয়া শিশুস্বর্গ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতন। এই বিদ্যালয়ের বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে শিক্ষক কর্মচারীদের সমুদয় বেতন ভাতা সহ স্কুলের সমুদয় খরচ বিগত পাঁচ বছর ধরে বহন করছেন। সীমান্তবর্তী এই স্কুলে দরিদ্র পরিবারের সন্তানেরা পড়ালেখা করে।
উক্ত অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আকন্দ বলেন আমরা সব সময়ই কৃতজ্ঞতা প্রকাশ করি হিউম্যানিটি ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের কাছে। রাশেদ মুজিব নোমান ভাই আমাদের পাশে আছেন বলেই আমরা এমন একটি বিদ্যালয় পরিচালনা করতে পারছি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাবান্ধা পাগলীডাঙী বিদ্যালয়ের শিক্ষক ও রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকতনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীসহ এলাকার গুনীজন।