নাটোর সংবাদদাতা মোঃ বিপ্লব তালুকদার
অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও পাঠাগার ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক প্রফেসর অলোক মৈত্র।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর দিঘাপতিয়া এমকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারী গণগ্রন্থাগার সমিতির নাটোর জেলা সভাপতি ও ভিক্তোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক আলতাফ হোসেন, গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সোহেল রানা।
আরো বক্তব্য রাখেন, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পরশ তৌফিক, ভাগনাগরকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, বিপন্নের পাশে সংগঠনের সভাপতি মীর আব্দুর রাজ্জাক, সমাজসেবক হোসনে আরা, পারভিন আকতার, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি রবিন, জজকোর্টের আইনজীবী খগেন্দ্রনাথ সরকার।
বক্তারা বলেন, দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে ক্ষুদ্র পরিসর থেকেই কাজ করতে হয়। সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুস্থ ধারার সাহিত্য সংস্কৃতি সমাজকে আলোকিত করতে কাজ করছে। সাহিত্য সৃজনশীল মানুষ তৈরি করে।