

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, বিএনপি সাধারণ সম্পাদক এম আর বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা অধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন, মহিলা দলের সদস্যসচিব আনারকলি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হানিফ, তথ্যসেবা কর্মকর্তা হালিমা আক্তার, উপজেলা মহিলা অধিদপ্তর অফিসের হিসাব রক্ষক আব্দুল মজিদ ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী গোলাম রব্বানী। অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।