আশাবুল হক মুক্ত, দামুড়হুদা থেকেঃ
দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে দর্শনা থানা পুলিশ। এ অভিযানে সাড়ে তিন শত পিচ ভারতীয় শাড়ি-গেঞ্জি ও থ্রী পিচ উদ্ধার সহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর হতে পৌনে ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে হোটেলের ৩টি কক্ষ হতে ওই চোরাচালান মালামাল উদ্ধার সহ দু’জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নির্দেশে থানার ইন্সপেক্টর (তদন্ত) এস,এম আমান উল্লাহ আমানের নের্তৃত্বে এস,আই আহম্মেদ আলী বিশ্বাস, এস,আই সামিম হাসান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ডের আলোচিত হিমেল আবাসিক হোটেলে। এসময় হোটেলের ২০৪, ২০৮ ও ৩০১ নং কক্ষে অভিযান পরিচালনা করে উন্নতমানের ভারতীয় শাড়ি ৮২ পিস, থ্রিপিস ২৪৪ পিস ও গেঞ্জি ২৪ পিস সর্বমোট তিন শত পঞ্চাশ পিস শাড়ি, থ্রিপিস ও গেঞ্জি।
এ মালামের মালিক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের সাহেব মিয়ার ছেলে আবদুল শুক্কুর (৩৫) ও ঝালকাঠি জেলা সদরের শাহ বাঙ্গাল গ্রামের আব্দুল লতিফ বেপারীর ছেলে নাঈম ইসলামকে (৩৪) আটক করেছে।
অভিযানে মালামাল উদ্ধারে থ্রিপিস, শাড়ি ও গেঞ্জি উপস্থিত সাক্ষিদের সম্মুখে জব্দতালিকা মুলে জব্দ করা হয়েছে এবং সাক্ষীদের জব্দ তালিকায় স্বাক্ষর নেয়া হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।