জাতীয় রাজনীতি সারাদেশে

হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হত্যার শিকার বিএনপির ৪৭৭১ নেতাকর্মী!

সম্পাদকীয়ঃ
জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা-সমাবেশসহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয় দলটি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সরকারের চরম রোষানলের শিকার হয় দলটি।
দলের হাইকমান্ড থেকে তৃণমূলের ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। হামলা-মামলা, খুন-গুম, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ও তালাবদ্ধ রাখাসহ এমন নির্যাতন নেই, যা করা হয়নি। হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রায় এক লাখ ৪৩ হাজার মামলায় প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়।
হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় ৪ হাজার ৭৭১ নেতাকর্মীকে। গুম করা হয় ১ হাজার ২০৪ জনকে। গত বছরের জুলাই বিপ্লবেই নিহত হয়েছেন ৪২২ নেতাকর্মী। খালেদা জিয়ার নামে মামলা ছিল ৩৬টি এবং তারেক রহমানের বিরুদ্ধে ১৩৫টি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *