মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদের হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ডোমার পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ বকুল ইসলাম, নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, সৈয়দপুর ও ডিমলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মহিবুল ইসলাম লোহানী, ডোমারের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
প্রসঙ্গতঃ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দেড়শো প্রান্তিক কৃষকের মাঝে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।