অপরাধ প্রশাসন সারাদেশে

ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকার হিলি স্থলবন্দর সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে একটি পুলিশ গাড়িকে যাত্রীবাহী গাড়ি মনে করে থামিয়ে দেয় ডাকাত দল। ঘটনার পর পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। রবিবার (২৭শে এপ্রিল) গভীর রাতে ঘোড়াঘাট থানার একটি টহল গাড়ি হিলি স্থলবন্দর সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় একদল ডাকাত টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য অভিযান চালান। অভিযানে দুইজন ডাকাত ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন: জয়পুরহাট জেলার বালাসি উপজেলার বিয়াল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯)। একই উপজেলা চাকরমা উরুমেল পেনিমেল পাড়া গ্রামের মৃত সৌরুদ্দিন বাদশা মিয়ার ছেলে আইজার রহমান (৪০) পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, “ডাকাত দল ভুল করে আমাদের গাড়ি থামাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমরা দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *