অপরাধ সারাদেশে

দাকোপের লাউডোবের হরিনটানায় সরকারি নিয়ম-নীতি না মেনে গড়ে উঠছে করাত কল

খুলনা বুরো অফিস খুলনার দাকোপের লাউডোব হরিনটায় সরকারি নিয়ম-নীতি না মেনে জ্ঞান সাহা অবৈধ্য ভাবে গড়ে তুলেছে করাতকল। স্থানীয়দের অভিযোগ, করাতকল স্থাপনে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ নির্দিষ্ট কিছু বিধিমালা মানার নির্দেশনা থাকলেও তা না মেনে জ্ঞানেন্দ্র সাহা গড়ে তুলেছে করাত কল। দাকোপ উপজেলার সামাজিক বনায়ণ কর্মকর্তা আসাদ আলী বলেন প্রাথমিক ভাবে সমিল বন্দ রাখার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে।নিয়ম অনুযায়ি তিনটি চিঠি দেওয়ার পর না মানলে পরবর্তিতে ব্যবস্হা গ্রহন করা হবে। করাতকল বিধিমালা-২০১২ তে বলা আছে, কোনো সরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান ও জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যার সৃষ্টি করে এমন স্থান থেকে কমপক্ষে ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। এই নির্দেশনা মানা হচ্ছে না অধিকাংশ করাতকলে। এগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।এলাকাবাসী বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও সংশিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *