রাজনীতি সারাদেশে

পুঠিয়া দুর্গাপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফার গণসংযোগ ও পথসভা

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মোঃমিজানুর রহমান রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর দুই উপজেলার বিভিন্ন এলাকায় তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোঃ গোলাম মোস্তফা গণসংযোগ,র্যালি, পথসভা সহ লিফলেট বিতরণ করেছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ৪ টা হতে রাত ১০ পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন,এসময় মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফার সঙ্গে পুঠিয়া উপজেলার শত শত বিএনপি নেতা কর্মীরা ওই র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। বহু বছর পর পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন,পাশাপাশি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে। র্যালি, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন, (রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। এ সময় তিনি বলেন, পুঠিয়া-দুর্গাপুরে,জনাব, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারে,আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন,তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে আর কোন স্বৈরশাসকের জায়গা হবে না,সবাই জবাবদিহির আওতায় থাকবে,দেশের উন্নয়ন হবে। মানুষ নিরাপদে চলাচল করতে পারবে,চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে এসব বিষয় আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই এই লাগাতার কর্মসূচি পালন করছি। এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি’র সাবেক ছাত্র ও যুবনেতা জনাব জুলফিকার রহমান ভুট্টো, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আরো বহু বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী ও সমর্থক।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *