এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এসো ‘হে বৈশাখ, এসো হে’ গানে মুখরিত হয়ে বাংলার নববর্ষকে বরণ করে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান মধ্যে দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামাখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে. এম. হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর সার্কেল মো. জসিম উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।