বামনায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহ
মোঃআল-আমিন হোসেন বামনা(বরগুনা) প্রতিনিধি।
বরগুনার বামনায় সড়ক দূর্ঘটনায় হালিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে বরিশাল- পাথরঘাটা সড়কের পূর্ব চালিতাবুনিয়া গ্রামের মোঃ হাচন আলী খানের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী বেবাজিয়াখালী গ্রামের মৃত আব্দুল গনী হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হালিমা বেগম রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে পাথরঘাটা গামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
দূর্ঘনার বিষয়ে বামনা থানার ইনচার্জ বশিরুল আলম জানান, খবর পেয়ে আমি নিজে সেখানে উপস্থিত হয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে আছে এবং বাসের হেল্পার ড্রাইভার সবাই পলাতক।