মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ
ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে চক্রান্ত করে বাদ দেয়া উদ্যোক্তাদের ফিরিয়ে আনা ও উদ্যোক্তাদের চাকুরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে সারাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিগত ১১বছর যাবত ওই ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তগণ নিজেদের আয়ের উপরই নির্ভরশীল। উদ্যোক্তাদের চাকুরি স্থায়ী না হওয়ায় স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা অনেক উদ্যোক্তা বিতাড়িত হয়েছেন। তাই ওইসব উদ্যোক্তাদের ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, ১৯৭২ সালে সারাদেশে যত প্রকল্প নিয়োগ হয়েছে, তাদের বেতন স্কেল ও প্যাকেজ বেতন নিয়োগ হয়ে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে। যা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বেলায় অনুসরণ করা হয়নি। বিগত ১১বছর যাবত এটুআই প্রোগ্রামকে অনুরোধ করেও কোন সুরাহা হয়নি বরং উদ্যোক্তাদের বিরুদ্ধে সরকারের কাছে মিথ্যে প্রচারণা চালানো হয়েছে।
ফলে দেশের সাড়ে ০৪ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিলুপ্তির পথে।
এমতাবস্থায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো রক্ষার্থে উদ্যোক্তাদের চাকুরি স্থায়ী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন উদ্যোক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ইউনিয়ন ডিজিটাল সেন্টার বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সংসদের আহবায়ক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলী, ফজলুল কবির রিয়াজ, সেকেন্দার আলী ও ইদ্রিস আলীসহ আরও অনেকে।