সাইফুর:
ফুলতলী কমপ্লেক্স ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক, সুপ্রিম কোর্ট মাযার জামে মসজিদের সম্মানিত খতিব ও কমপ্লেক্সের পরিচালক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল ডিভিশনের ডেপুটি কমিশনার জনাব মোহাম্মদ নূরুল আমীন পিপিএম, র্যাব ঢাকা -১ এর এ এস পি জনাব নোমান আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মো. আনোয়ার হোসেন,ঢাকাস্থ ফিলিস্তিন এম্বেসির সাবেক মুতারজিম মোঃ আব্দুল্লাহ জারীর, মেঘনা ব্যাংক লিমিটেড মিরপুর শাখার ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর প্রিন্সিপাল অফিসার ইনচার্জ মো.নিজাম উদ্দিন, মো. আব্দুল আহাদ জিহাদী, ফুলতলী কমপ্লেক্স ঢাকা জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইফুল ইসলাম, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকা এর প্রধান হাফিজ সাহেব মাওলানা মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো.মিফতাহু ইসলাম তালহা, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বাপ্পি, হাজী মো.সিরাজুল ইসলাম প্রমুখ।