মোঃ কামাল হোসেন খাঁন মেহরপুর জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় দেড় যুগ পর মেহেরপুর শহর আওয়ামীলীগের ত্রি–বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহর আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন এর সূচনা করা হয়।
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে সেখানে শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কল্পনা জাহান, মেহেরপুর–২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন মেহেরপুরে–১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, শহর আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০০৩ সালের ৭ আগস্ট মেহেরপুর শহর আওয়ামী লীগের সর্বশেষ ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।