নয়ন ঘোষ
১২ মে ২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার বোদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তেলের সরবরাহ, বর্তমান মজুদ এবং মূল্য পরিস্থিতি তদারকি করা হয়। এসময় বোদা বাজারে গুদামে রাখা আগের মূল্যের বোতল সয়াবিন তেল জব্দ করে ভোক্তাদের মাঝে আগের মূল্যেই বিক্রির ব্যবস্থা করা হয় এছাড়াও আরোও দুটি গুদাম পরিদর্শন করা হয়।
মেসার্স তিন বোন এন্টারপ্রাইজ এবং মেসার্স ভাইবোন এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে ১০,০০০/- জরিমানা করা হয়। মজুদ করা তেল সরকার নির্ধারিত দামে বাজারে সরবরাহ করবে বলে উক্ত ব্যবসায়ীগনের নিকট মুচলেকা নেয়া হয়। বোদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বোদা থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।