মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বদ্ধপরিকর। এজন্য সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা হিজড়া ভাতা মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে।
তিনি ১৩ মে শুক্রবার বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু, অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শিল্পী বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি এমএ মালেক, উপজেলা পরিষদের সিএ আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।