উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়াতে সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিষেবা নিয়ে ম্যাপিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮মে) সকাল ১০ টায় কচুয়া এপি অফিস হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় হতদরিদ্র পরিবার গুলো কি ভাবে সাশ্রয়ী মূল্যে কি ধরনের আর্থিক সেবা পেতে পারে সে বিষয়ে আলোচনা হয়।সেই সাথে অংশগ্রহন কারিদের নিয়ে এলাকায় উন্নয়ন মূলক কোন ধরনের প্রতিষ্ঠান কি কি কাজ করেন সে বিষয় লিখিত ম্যাপিং করা হয়।
এদিন প্রোগ্রাম অফিসার শিউলি কস্তার সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,রিপন হালদার,ঈশিতা বৈরাগী,সমর হালদার।এছাড়াও সভায় এনজিও প্রতিনিধি,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,উন্নয়ন দলের সদস্য ও নিবন্ধিত শিশুর অভিভাবকেরা অংশ নেয়।