
চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্যদের উপর হামলা,স্ত্রী ও কন্যা সহ আহত ৩

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলা সেনা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোঃ ইউনুছ,তার মেয়ে ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোড এরিয়ার ৫ নম্বর ওয়ার্ড ইউনিটের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে। ৩ মে শনিবার মোঃ ইউনুস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, হাসপাতাল রোড মার্কেটে আমার ১২ টি দোকান ঘর রয়েছে এর মধ্যে ২ টি দোকান ঘর ২০২৪ সালের ১২ এপ্রিল থেকে ২০২৫ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১ বছরের জন্য স্ট্যাম্পে চুক্তিভিত্তিক বাড়াটিয়া হিসেবে দোকান ঘর ভাড়া নেন অভিযুক্ত জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক দাবি করা নাইমুল ইসলাম ও জহিরুল ইসলাম। কিন্তু আমার বাড়ির যাতায়াত পথ না থাকায় দোকান ভাড়াটিয়া মোঃ জহিরুল ইসলাম এবং মোহাম্মদ নাঈম কে চুক্তির নির্ধারিত তারিখে দোকান ঘর ছেড়ে দিতে বলি আমার বাড়ির রাস্তার যাতায়াত পথ তৈরির জন্য। জানা গেছে,গত ২৭ শে জানুয়ারি যাতে সঠিক সময়ে ঘর ছেড়ে দেন এজন্য অভিযুক্তদের কাছে এডভোকেটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান ঘরের মালিক মোঃ ইউনুস। পরে দোকান ঘর না ছাড়লে তিনি ২ টি দোকানে তালা দিয়ে দেন, ঘরে তালা দেওয়ার কারণে গত ১লা মে বৃহস্পতিবার ইউনুছ ও তার পরিবারের ওপর প্রভাব বিস্তার করে হামলা করেন নাইমুল ইসলামের নেতৃত্বে জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন। এতে ইউনূছের হাত ভেঙ্গে যায়, আহত হন তার মেয়ে হুমায়রা ও তার স্ত্রী। বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এদিকে ইউনুছ বলেন, অভিযুক্তরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছিল এবং তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বলেন,১লা মে ঘটনা ঘটলেও জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক হওয়ায় ৩ মে শনিবার পর্যন্ত অভিযুক্তদের ভয়ে তারা কোথায় কোন অভিযোগ দিতে পারেননি। স্থানীয়রা জানান, দোকান ঘরের প্রকৃত মালিক ইউনুছ,দোকান ঘর ভাড়া কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযুক্ত জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দোকান ঘরের মালিক ইউনুস মিলিটারি কে ভাড়া দিয়ে আসছিলাম কিন্তু বর্তমানে সিদ্দিক মুন্সি নামে আরেকজন দোকানের ভাড়া দাবি করে এবং কোর্টে মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে, ২ পক্ষ টাকা চায় আমি কাকে টাকা দিব এই কারণে বিষয়টি বাজার ব্যবসায়ী সমীতিকে জানিয়েছি তারা বলেছেন আলোচনায় বসে সমাধান করে দেবে, এর মধ্যে ইউনুস মেলেটারি আমাদের ঘরে তো তালা মেরেছে, এতে ২ পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি এবং তার মেয়ে আহত হয়েছে বলে দাবি করেন জহির। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাঈমুল ইসলাম বলেন,তার নামে অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।