লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র্যালী টি শুরু হয়ে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মস্তুফা,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম,সড়ক পরিবহণ মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন,সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ।
পথসভা শেষে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।