(নাটোর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ মঙ্গলবার (১৭ মে) বিকেলে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি লালপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লালপুর থানা মোড় সহ গুরুত্বপূর্ণ মোড় সমূহ প্রদক্ষিন শেষে লালপুর ত্রিমোহনী মোড়ে শেষ হয়।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কর্নেল (অবঃ) রমজান আলী সরকার।
এ সময় লালপুর উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।