মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা, সিলেট সদর, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি৷
১৮মে বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও প্রতিমন্ত্রী দক্ষিণ সুরমা, সিলেট সদর, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপি, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর উপজেলার দামড়ি ও জৈন্তাপুর ইউপি এবং গোয়াইনঘাট উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন৷
এসময় সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ সিলেট জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷