মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃ
ভোলা টু -চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সড়কের ডাওরী বাজার এলাকার বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় জনসাধাণের দুর্ভোগ ও ভোগান্তি কমাতে খেয়া পারাপারে জনপ্রতি ৫ টাকা ও মটর বাইক ২০ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
১৯ ই মে রোজ বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদারের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা করে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সাথে আগামী ২৪ ই মে রোজ মঙ্গলবারের মধ্যে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ পূণঃ নির্মাণ শেষ হবে বলে সভায় উপস্থিত সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমূল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।
এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম লালমোহন , থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির (বিপিএম), কালমা ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, কাচিয়া ইউপি চেয়ারম্যান আঃ রব কাজী , লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।