মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি:
বিভাগ থেকে ইউনিয়ন পর্যায় পযন্ত কল সেন্টারের মাধ্যমে অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে ৫ দিনের ‘ভূমি সেবা সপ্তাহ’ উদ্বোধন করা করেছে ভূমি মন্ত্রণালয়।১৯ মে থেকে ২৩ মে’ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্য সামনে রেখে দেশের ৮ বিভাগে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২২’উদযাপন করা হয়েছে
আজ রবিবার (২২মে) থেকে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে উদ্বোধন হয়েছে ভূমি সেবা সপ্তাহ- ২০২২।আজ দুপুর ৩ টায় উপজেলা ভূমি অফিস চত্তরে এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
এ সেবা সপ্তাহের বিশেষ সেবাসমূহ হচ্ছে -ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশন,ই নামজারির আবেদন গ্রহন,ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত ভূমির কবুলিয়ত এবং দলিল হস্তান্তর,ডিসিআর ও খতিয়ান প্রদান।
এ সম্পর্কে সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মুজাক্কিনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক,শিক্ষা অফিসার আমির হোসেন, সাবরেজিস্টার মাহফুজার রহমান, বন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন-মানুষ যেন কোনপ্রকার হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের এ সেবাসপ্তাহ উপলক্ষ্যে ভূমি সেবা এখন ডিজিটাল হয়ে গেছে তাই মানুষ ভূমি অফিসে না এসেও ভূমিসেবা গ্রহন করতে পারবেন।এ সেবা সপ্তাহ আগামী ২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’এবং ডাকযোগে ভূমিসেবা বিষয় দুটিকে, সব্বোর্চ গুরুত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।